২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংঘঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা, অপশক্তি, মিথ্যাচার, গুজব ও অপপ্রচারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
বুধবার সকালে শহরের নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে মোমানী ময়দানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, শাখারুল ইসরাম শাকিল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম