১৮ আগস্ট, ২০২২ ১৯:১৩

বাগেরহাটে চালের দোকানে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে 
চালের দোকানে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে বৃহস্পতিবার দুপুরে দুটি চালের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চালের বস্তায় পাটের বদলে নিষিদ্ধ পলিব্যাগ ব্যাবহার করার অপরাধে নজরুল ইসলাম ও মুকুল আহমেদ নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, অভিযান চলাকালে বায়েন্দা বাজারের ওই দুই ব্যবসায়ীর দোকানে চালের বস্তায় পাটের পরিবর্তে নিষিদ্ধ পলিব্যাগ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্যে পাটজাত মোড়ক ব্যাবহার বাধ্যতামূলক আইন ২০১০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিষিদ্ধ পলিথিন বা পলিব্যাগ ব্যবহার ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পর্যাক্রমে উপজেলার সকল হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর