লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
পরে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে শ্যাম সুন্দর জিউ আখাড়ায় গীতা যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসকন মন্দিরে, মহা অভিষেক, বাউল সঙ্গীত পরিবেশন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ