পিরোজপুর জেলার ৫টি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার সদর উপজেলার ও ইন্দুরকানী উপজেলার এই ট্রলারগুলোতে প্রায় ৭৫ থেকে ৮০ জন জেলে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ট্রলারের মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে নিখোঁজ ট্রলারের জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে চরম উৎকণ্ঠা।
পিরোজপুর মৎস্য ট্রলারের মালিক সমিতির সভাপতি জানান, খারাপ আবহাওয়ার কারণে তিন দিন ধরে পিরোজপুরের ৮টি ট্রলার প্রথমে নিখোঁজ ছিল। তবে আজ বিকালে ৩টি ট্রলারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার ১টি ট্রলার ও ইন্দুরকানী উপজেলার ৪টি ট্রলার জেলেসহ নিখোঁজ রয়েছে। এই ৫টি ট্রলারে প্রায় ৭৫ থেকে ৮০ জন জেলে রয়েছে।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, নিখোঁজ ট্রলারগুলোর সন্ধানের জন্য কোস্টগার্ডসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। এছাড়া নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের সাথেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর