রংপুর নগরীর তাজহাট মিলনপাড়া এলাকায় একটি পুকুর থেকে চাচাত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিল মাহাবুব মোর্শেদ শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিলনপাড়া এলাকায় মোস্তাফিজার রহমানের পুকুরে জমির মিয়ার পুত্র রেহান (৮) এবং ভোলা মিয়ার পুত্র কাউয়ুম (৯) এর লাশ ভাসতে দেখে এলাকাবাসি। পরে এলাকাবাসী পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। মৃত শিশুদুটি আপন চাচাত ভাই।
কাউন্সিলর আরও জানান, মৃত শিশু দুটির অভিভাবককে বিষয়টি পুলিশ অবগত করতে বলা হয়েছে।
এলাকবাসির ধারণা পুকুরে গোসল করতে নেমে দুই ভাই পুকুরে ডুবে মারা যেতে পারে।
বিডি প্রতিদিন/এএ