পটুয়াখালীর গলাচিপায় নূর আলম গাজী (৪৫) নামের এক কৃষকের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারআনী বাউরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কৃষক নূরআলম গাজীর ছেলে নাসির গাজী বলেন, বুধবার রাতে পালনকৃত আমাদের একটি গরু মারা যায়। বৃহস্পতিবার সকালে গরুটিকে মাটিচাপা দিতে গেলে বসতঘরটিতে কেউ ছিল না। এসময় খালি ঘর পেয়ে হয়ত কেউ আগুন লাগিয়ে দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। ঘরটিতে মালামালসহ দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করছেন।
গলাচিপা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে বিদ্যুৎ থেকে আগুন লাগেনি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে আমখোল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ