মাদারীপুরের রাজৈরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজৈর উপজেলা শহরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যর নেতৃত্বে মিছিল বের হলে পুলিশের লাঠিচার্জে ছত্র ভঙ্গ হয়ে যায়। এ সময় বিএনপি'র কমপক্ষে ১০ জন নেতাকর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে।
তবে রাজৈর থানার ওসি আলমগীর হোসেন লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন।এদিকে মাদারীপুর জেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে আলাদা ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ