চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গনে দীর্ঘদিনের মামলার আলামত হিসেবে জব্দ থাকা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামছুল আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অন্যান্য বিচারক এবং পুলিশ কর্মকর্তাগণ।
ধ্বংসকৃত মাদকের মধ্যে গাঁজা ২শ’ ৬৫ কেজি ৫শ’ ২৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১৩ হাজার ৩শ’ ২৩ পিচ, ফেন্সিডিল ২শ’ ২৯ বোতল, মদ ৫ বোতল এবং হুইস্কি ১০ বোতল ছিল।
সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বেশীরভাগই গাঁজা উদ্ধার হয়েছে। দু’বছর আগে জেলায় ইয়াবা ট্যাবলেটের চালান বেশী আটক হয়েছে। কিন্তু সীমান্তবর্তী এলাকার মাদকব্যবসায়ীরা এখন চাঁদপুর জেলাকে নিরাপদ রূট হিসেবে ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর থাকায় মাদক পাচার করতে গিয়ে তারা এখন লঞ্চঘাট ও বাস স্ট্যান্ড এলাকায় বেশীরভাগ সময় আটক হচ্ছে। আটকদের মধ্যে এখন নারী মাদক ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে।
বিডি প্রতিদিন/এএ