নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের ওএমএস কর্মসূচির আওতায় দিনাজপুরে চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে। ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হচ্ছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও পাচ্ছেন এই ওএমএসের চাল-আটা।। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৩ মাস কার্ডধারীরা চাল পাবেন। দিনাজপুরে মোট সাড়ে ৪ লাখ দরিদ্র মানুষ এই সুবিধা ভোগ করবেন।
বৃহস্পতিবার জেলা খাদ্য বিভাগের আয়োজনে মিশন রোড এলাকায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ওএমএস ও খাদ্যবন্ধব এ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন জানান, দিনাজপুরের ১৩ উপজেলায় ৩৮টি পয়েন্টে খাদ্য বান্ধব ও খোলা বাজারে খাদ্য কর্মসুচির আওতায় এ চাল দেওয়া হবে। প্রতি ডিলার পাবেন ২ মেট্রিক টন চাল। এছাড়া ১০৩টি ইউনিয়নে ১ লাখ ৩৮ হাজার ১৭৮পরিবার ১৫টাকা কেজি দরে মাসে ৩০কেজি চাল ক্রয় করতে পারবেনএ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে সবরকম তৎপরতা ও তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ওএমএস ও খাদ্যবন্ধব এ কর্মসুচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, সদর উপজেলা চেয়রাম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ, জেলা তদারকি কর্মকর্তা আসাদুজ্জামান পারভেজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ