জয়পুরহাটে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আইজিএ প্রকল্পের আওতায় এ প্রোগ্রাম প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
শুক্রবার সকালে সাইদ কম্পিউটার অ্যান্ড সফটওয়ার একাডেমি ভবনে এ প্রোগ্রামের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।
এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা, জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ, পৌর কাউন্সিলর পাপিয়া সুলতানা, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষণের জেলা কোঅরডিনেটর তানজিলা বেগম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর