বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গভীর নলকূপটি বন্ধ থাকলে সেচ প্রকল্পের আওতাধীন ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ছোট ডেরাহার গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর নলকূপের ব্যবস্থাপক বাবলু মিয়া শুক্রবার সকালে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নন্দীগ্রাম জোনাল অফিসে মৌখিক অভিযোগ করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির নন্দীগ্রাম জোনাল অফিসের আওতাধীন উপজেলার ছোট ডেরাহার গ্রাম হতে ১০ কেভির তিনটি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার চুরি হয়। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।
নন্দীগ্রাম জোনাল অফিসের এজিএম সিদ্দিকুর রহমান জানান, তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তারপরও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।
বিডি প্রতিদিন/এএ