ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারকালে ১ হাজার ৩৪২ পিস ভারতীয় সিল্ক শাড়ি ও ৪৩ পিস ভারতীয় লেহেঙ্গা আটক করেছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন। জব্দ করা হয়েছে শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ চম্পকনগর বিওপি’র টহলদল জানতে পারে, চম্পকনগর সীমান্ত পিলার ২২০০/২ এর ৪ কিলোমিটার অদূরে ভারত থেকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকায় একটি বড় ভারতীয় পন্যের চালান বাংলাদেশে প্রবেশ করছে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল চোরাকারবারিদের ১৮ বস্তা কাপড়সহ একটি মিনি ট্রাককে ধাওয়া দেয়। এসময় চোরাকারবারিরা মিনি ট্রাকসহ মালামাল ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।পরে বিজিবি মিনি ট্রাক তল্লাশি করে ১৮টি বস্তার ভিতরে ১ হাজার ৩৪২ পিস ভারতীয় সিল্ক শাড়ি ও ৪৩ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন জানান, উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক মুল্য ৫৩ লাখ ৪৩ হাজার টাকা। আটককৃত ভারতীয় পন্য ফেনী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ