গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটে গ্রীস্মকালীন টমেটো উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর আজ শুক্রবার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার।
গ্রীস্মকালীন টমেটো চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আলম, গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার, ড. এইচএম খায়রুল বাসার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশে গ্রীস্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন ও কমিউনিটি বেসড পাইলট প্রডাকশন প্রোগ্রাম শীর্ষক প্রকল্প আয়োজিত এই প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ