নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আসলাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বিলশা পূর্ব পাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে টিউবওয়েলের পাইপ লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, কৃষক আসলাম তার নিজ বাড়িতে
টিউবওয়েল মেরামত করছিলেন। এ সময় অসাবধানতায় বিদ্যুতের তারের সাথে টিউবওয়েলের
লোহার পাইপের স্পর্শ লাগলে আসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে পড়ে যান। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ