দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় শুক্রবার বিকেলে গাজীপুর জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল শেষে মৌচাক বাসমতি হোটেল সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ বক্তব্য রাখেন, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন শাহীন,কালিয়াকৈর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ