গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া লক গেট থেকে ফেলে দিয়ে তিন বছরের শিশু কন্যাকে হত্যার অভিযোগে সৎ মা সোনিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের ওপর নির্মিত লক গেট থেকে ধাক্কা মেরে শিশু কন্যা মারিয়াকে খালের পানিতে ফেলে দেয়। এ সময় জোয়ার থাকায় প্রচণ্ড গতিতে সিংগা নদী থেকে বিলে পানি ঢুকছিল। মুহূর্তেই শিশু কন্যাটি পানিতে ডুবে হারিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত সৎ মা সোনিয়া বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি দল এবং খুলনা থেকে একটি ডুবুরী দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।
অভিযুক্ত সোনিয়া বেগমের স্বামী রহমত মোল্লা জানান, তার আগের স্ত্রী সন্তান হবার সময় মারা যাবার পর মাস চারেক আগে সে নতুন করে সোনিয়াকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে আগের পক্ষের দুই মেয়ের সাথে বিমাতা সুলভ আচরণ করতে থাকে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তিনি তার সন্তান হত্যাকারী স্ত্রী সোনিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর