ব্রাহ্মণবাড়িয়ায় দখল, দূষণ ও ময়লা আবর্জনার কারণে ব্যবহারের অনুপযোগী পুকুরগুলোকে জনগণের ব্যবহার উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে পৌর এলাকার কাউতলী গ্রামের দক্ষিণপাড়ার পুকুরটিকে দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে।
এই মহতী কাজে স্থানীয়রাসহ সহযোগিতা করছেন নদী ও প্রাণ প্রকৃতি রক্ষা বিষয়ক সামাজিক সংগঠন নোঙরের সদস্যরা। সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের উপস্থিতিতে পুকুরটির ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
এলাকাবাসীর অভিযোগ, কাউতলী গ্রামের দক্ষিণ পাড়ার পুকুরটি এলাকার একটি গুরুত্বপূর্ণ পুকুর। কিন্তু পুকুরটির অংশ বিশেষ ভরাট ও ময়লা-আবর্জনা ফেলে পুকুরটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এলাকাবাসী পুকুরটিকে দখল ও দূষণমুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন বলেন, এই শহরকে বসবাসযোগ্য করার জন্য শহরের পুকুরগুলো উদ্ধার করার কোনো বিকল্প নেই। পুকুরগুলো দখল ও দূষণমুক্ত করে জনগণের ব্যবহার উপযোগী করে দেয়ার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শহরকে বাসযোগ্য করে তুলব।
বিডি প্রতিদিন/আবু জাফর