নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি জুতার কারখানা সাময়িক সিলগালা ও একটি বেসরকারি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় একটি জুতার কারখানায় অনুমোদন বিহীন জুতা তৈরির অপরাধের কারখানাটি সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাস স্ট্যান্ডে মহানগর মা ও শিশু হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ এ অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
বিডি প্রতিদিন/এএম