যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামী লীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্চু মানববন্ধনের নেতৃত্ব দেন।
যশোর থেকে বেনাপোল অবধি প্রায় ৩৫ কিলোমিটার সড়কে প্রায় ৮শ বাণিজ্যিক মূল্যহীন এবং ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করেছে জেলাপরিষদ কর্তৃপক্ষ। ঝড়ে দোকানপাট কিংবা বাসা বাড়িতে গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। এছাড়া ব্যস্ততম এ সড়কে প্রতি মিনিটে কমপক্ষে চলাচল করে ১০টি গাড়ি। রাস্তা সম্প্রসারণ না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি কয়েকটি দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা যাওয়ায় মরা অকেজো গাছ অপসারণের দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন পেশার এবং শ্রেণির মানুষ।
বিডি প্রতিদিন/হিমেল