রাজবাড়ীর দাদশী ইউনিয়নের মাধবলক্ষীকোল গ্রামে পুকুরের পানিতে ডুবে তাইবা খাতুন (৬) ও সোয়াইফ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাইবা খাতুন দাদশী ইউনিয়নের মাধবলক্ষীকোল রঘুনাথপুর গ্রামের কাঠ মিস্ত্রী রুবেল শেখের মেয়ে। সোয়াইফ একই গ্রামের মাসুদ খানের ছেলে।
নিহতের চাচা সোহেল শেখ বলেন, দুপুর আড়াইটার দিকে তাইবা ও সোয়াইফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে টিটুর পুকুর থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু তাইবা ও সোয়াইফ হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক