গাজীপুরের টঙ্গী এরশদনগর আরিচপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার দাদা ভাই গ্রুপের মূলহোতা আবু তালহাসহ ৬ কিশোর গ্যাং এর সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার সন্ধ্যায় তাদের টঙ্গী পূর্ব থানায় সোর্পদ করেন।
এসময় আসামিদের কাছ থেকে ২টি রামদা, ৩টি চাকু, ১টি লোহার রড ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এর সাথে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম