তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ৮টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার একযোগে অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৮টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩,৫৩৯টি আসনের বিপরীতে ১০টি কেন্দ্রে মোট ৭৯,১৫৯ জন পরীক্ষার্থী (প্রতি আসনের বিপরীতে ২৩ জন) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আগত অভিভাবক ও অতিথিবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিস্কার-পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশের উচ্ছসিত প্রশংসা করেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম