রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মীর কাশেম মিঠুসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে মিঠুসহ তিনজন এজারভুক্ত আসামি এবং চারজন প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হলো।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান বলেন, এজারভুক্ত তিনজনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সকলেই পুলিশের উপর হামলা ও ভাংচুরের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ঘটনার দিন বৃহস্পতিবার চারজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম