সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে বিএনপির সমাবেশ। এ সময় সমাবেশস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিলো। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।
সমাবেশ চলাকালে কালিগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে সকল কর্মসূচি বন্ধ করে দেয়। এসময় আটক করা হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এস.এম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল