ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে চুরি যাওয়া ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে হালুয়াঘাট পৌরশহর ও শেরপুর জেলার ডোবারপাড় এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার ঘোগড়াকান্দি গ্রামের মো. হাকির পুত্র লিটন মিয়া (১৫), একই জেলার দোছরা ছনকান্দা এলাকার মো. আমজত আলীর পুত্র মো. ফরিদ আলম (২৬) ও জুলহাস আলীর পুুত্র আয়নাল হক (২৫)।
পুলিশ জানায়, গত ১৮ আগষ্ট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মো. বাছেত আলীর পুত্র মো. মোতালেব (৩৫) এর অটোবাইকটি পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ওয়ার্কশপের পাশে তালাবদ্ধ রেখে চায়ের দোকানে চা খাওয়ার সময় বাইকটি চুরি হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. মোতালেব হালুুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম ওই এলাকার একটি সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে ইজিবাইক চোরচক্রের সদস্য কিশোর লিটনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে আসামী ফরিদ ও আয়নাল হককে শেরপুর জেলা শহর থেকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি লিটন বাইক চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে বাইকটি আসামি ফরিদ আলমের কাছে বিক্রয় করে। জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকটি অটো ও মালবাহী ভ্যান চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কিশোর আসামি লিটন। এছাড়াও তার দেখানো মতে শেরপুর জেলা শহরের ডোবারপাড় এলাকা থেকে অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট থানার এসআই আতোয়ার, সায়েদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল