নেত্রকোনার দূর্গাপুরে স্বামীর সাথে ঝগড়া ও অভিমানে কীটনাশক পান করে জ্যোৎস্না আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ রবিবার সকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জ্যোৎস্না আক্তার দূর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামীর সাথে ঝগড়া করে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন জ্যোৎস্না আক্তার। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবরুল ইসলাম জানান, জ্যোৎস্না আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর