কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)। শনিবার তাদের আটক করে রবিবার দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ফারুক মিয়া ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারিকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম