খুলনা বিআরটিএ কার্যালয়ে রবিবার অভিযান চালিয়ে ২৫ জন দালালকে গ্রেপ্তার করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
জানা যায়, বিআরটিএ কার্যালয়ে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনের সুযোগ করে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে দালাল চক্রের ২৫ জন সদস্যকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দন্ডবিধি-১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ইকলাস হোসেন (৩২), বিশ্বজিৎ দাস (৩৫) রাশেদুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড, দেবাশীষ দে (৩৮) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, মো. বেল্লাল হোসেন (৩০), ইকবাল বেগ (৪০), আব্দুর রাজ্জাক মোল্লা (৪০), সুবাস চন্দ্র সরকার (৬০), মো. মুনিরুল ইসলাম (২৯), রবিউল মোল্লা (২৬), শেখ নাঈম (৩০), আহসান হাবিব (৪৮) কে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড, রুহুল আমিন টুটুল (৫০), রাউসুল ইসলাম রাব্বি (৩০), আহাদ আলী (৩০), মাসুম হোসেন (২৫), মোক্তার হোসেন (৪৮), জহিরুল ইসলাম (২৮), শাকির হোসেন (৪০), আব্দুল কাদের (৩৭) কে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং রাজিব মল্লিক (৩৫) কে ২০০/- টাকা অর্থদন্ড, আরিফুজ্জামান (২৫), আতিয়ার রহমান (৫২), জাহিদুল ইসলাম (২৮), কামাল হোসেন (৪৯) কে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, সোহেল রানা (৩৫) কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় মোট ১৯ জন দালাল চক্রের সদস্যকে বিভিন্ন মেয়াদের সাজা এবং ৬ জন সদস্যকে ৫৩ হাজার ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিদের সরাসরি খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৬’র পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল এখানে লাইসেন্স বা রেজিষ্ট্রেশন করতে এসে মানুষ প্রতারিত হচ্ছে। দালালদের মাধ্যমে কাজ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়ছে। এ কারনে ১৫/২০ দিন যাবৎ যারা এই কাজ করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে যাচাই বাছাই করে অভিযানে গ্রেপ্তার করা হয়।
বিডি প্রতিদিন/এএম