বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ। বিকাল সাড়ে ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.জেড.এ. সালেহ ফারুক, যুগ্ম আহ্বায়ক অ্যাড. নূরুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাষ্টার, বিএনপি নেতা আ. মজিদ তালুকদার, জহিরুল হক পনুসহ মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিকদল, ওলামা দল, যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ.জেড.এ. সালেহ ফারুক।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, কেন্দ্র ঘোষিত নির্দেশনা না মেনে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব লেনদেনের মাধ্যমে উপজেলা কমিটি করায় ইতোমধ্যে ঐ সকল কমিটির বিরুদ্বে স্থানীয় ভাবে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ৬ সেপ্টেম্বর রাতের আঁধারে অসাংবিধানিক ভাবে বরগুনা সদর উপজেলা আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়া হয়। আমরা ঐ কমিটি বাতিলসহ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি অনাস্থা জানাচ্ছি।
সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন, ফজলুল হক মাষ্টার, অ্যাড. আ. মজিদ তালুকদার।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেভাবে সংবাদ সম্মেলনে তারা বক্তব্য রেখেছেন তা অবৈধ এবং অসাংবিধানিক, গঠনতন্ত্র বিরোধী। আমি বর্তমানে ঢাকায় রয়েছি, এসে আমাদের বক্তব্য জানাবো।
বিডি প্রতিদিন/হিমেল