রংপুরের কাউনিয়া উপজেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ তিস্তা নদীর রেল ও সড়ক সেতুর মাঝে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলা দেখতে নদী পাড়ে হাজার হাজার মানুষের আগমন ঘটে। নারীরাও ছুটে আসে নৌকা বাইচ দেখতে। ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ।
রবিবার বেলা ১১টায় নৌকা বাইচ খেলার প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। প্রতিযোগিতায় স্থানীয় তিনটি ও বিভিন্ন জেলা থেকে আগত পাঁচটিসহ মোট আটটি নৌকা নিয়ে এই বাইচ অনুষ্ঠিত হয়।
নদীমাতৃক বাংলাদেশের অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা বৈঠার তালে তালে মুখরিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে একটি ষাড়, দ্বিতীয়কে একটি গাভী এবং তৃতীয় দলকে একটি খাসি দেওয়া হয়। তিস্তা সেতু পাড়ে সন্ধ্যায় নৌকা বাইচ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ খেলার বেশি বেশি আয়োজন করবেন। এতে মানুষের মন ভাল থাকবে।
মরহুম হযরত আলী স্মৃতি সংসদ আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোরুল ইসলাম মায়া। মরহুম হযরত আলী স্মৃতি সংসদের সভাপতি ও বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দিলদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই