বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বরিশাল পুলিশ লাইনের ড্রিল সেডে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।
সভার শুরুতে বিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যালোচনা করেন। একই সাথে চলতি মাসে বিভিন্ন সদস্যের আবেদনের প্রেক্ষিতে নানা সিদ্ধান্ত হয় সভায়।
বিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা দেন।
অতিরিক্ত উপ-কমিশনার মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার সঞ্জয় কুমার কুন্ডু, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের এবং মো. মনজুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১১টায় বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিএমপি’র আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, গুজব রটানো, মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিস্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন পুলিশ কমিশনার। সভায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম