ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ৫ হাজার বয়স্ক নারী পুরুষের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার দুপুরে নগরীর টাউন হলের অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে বয়স্ক ভাতা কার্ড বিতরণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ ও কম উপার্জনক্ষম বয়স্ক নাগরিকের সামাজিক নিরাপত্তা বিধান ও পরিবার এবং সমাজে মর্যাদা বৃদ্ধিতে এ বয়স্কভাতার কার্ড প্রধানমন্ত্রীর অনন্য উপহার। আমরা প্রধানমন্ত্রীর বদান্যতায় কৃতজ্ঞ। এতে সিটি কর্পোরেশনের প্রায় ৯৫ ভাগ ভাতা পাওয়ার যোগ্য বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা সম্ভব হয়েছে।
এছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার, প্যানেল মেয়র সামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ভারপ্রাপ্ত প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শিউলী হরি, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমাসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম