বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকার মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশ এবং বিজিবি'কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে বিজিবি'র কোম্পানি কমান্ডার সহ নানা পেশার মানুষ ছুটে আসে।
ঘটনাস্থলে উপস্থিত রঘুনাথপুর গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, লাশের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে এবং পরনের গামছা দিয়ে পা বাঁধা। ধারনা করা হচ্ছে ভারতীয় বিএসএফ অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে হত্যা করে রাতের আঁধারে লাশ কাঁটাতারের বেড়া টপকিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ফেলে রেখে গেছেন। একই মত পোষন করেন যশোর পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। তিনি বলেন, ধারনা করা হচ্ছে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ