ফেনী রেলওয়ে স্টেশনের সংলগ্ন লেভেল ক্রসিংয়ের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকালে সহদেপপুর রেল ক্রসিং এলাকা থেকে শুরু করে ফেনীর শর্শদী রেল ক্রসিং পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। এসময় লেভেল ক্রসিংএর পশে থাকা অবৈধ ২০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
এছাড়াও কৃষি কাজে ব্যবহারের জন্য রেলওয়ের জায়গা ইজারা নিয়ে দোকান নির্মাণ করা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, চট্টগ্রাম রেলওয়ের সহকারী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শহীদ উদ জামান, নির্বাহী প্রকৌশলী এ এম আকরাম আলী।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম জানান, রেলক্রসিং ও লাইনের দুই পাশে দোকান নির্মাণ করে কিছু অসাধু লোক অবৈধভাবে ব্যবসা করে আসছিল। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় তাদেকে উচ্ছেদসহ জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল