বগুড়ার সারিয়াকান্দিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার চারটি স্থানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের ৩৩৯ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
রবিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার সদর ইউপির উত্তর হিন্দুকান্দি তিনকানিয়া খাদ, ধাপ ডাকুরিয়া বিল, পারতিতপরল বেড়ার বিল ও হাটফুলবাড়ি ইউপির রামনগর উত্তর পাড়া খালে পোনামাছ অবমুক্ত করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন-বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মমতাজুল মন্ডল, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ ও প্রাণীসম্পদ কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই