টাঙ্গাইলের সখীপুরে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ইনজেকটেবলস, খাবার বড়ি, কন্ডম এর বিশেষ ক্যাম্প উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএসও) ডা. মো. রুহুল আমিন মুকুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, ভাইস চেয়ারম্যান (মহিলা) জাহানারা আক্তার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, সাংবাদিক ও প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ