শিরোনাম
- অনিশ্চয়তা কেটে গিয়ে নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে : মান্না
- গাজার সমর্থনে নেদারল্যান্ডে আড়াই লাখ মানুষের বিক্ষোভ
- পদ্মা ব্যাংকে কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- সংসদ নির্বাচন: এআই-ভিত্তিক অপপ্রচার ইসির জন্য বড় চ্যালেঞ্জ
- লালমনিরহাটে পানিবন্দি ৫০ হাজার মানুষ, তিস্তাপাড়ে বোবা কান্না
- খাগড়াছড়ির গহীন জঙ্গলে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র উদ্ধার
- বিচার চলাকালে বিড়ম্বনায় ভারতের প্রধান বিচারপতি
- নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা
- প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমিরাত সুন্দরী
- আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি, নতুন 'কয়েন' আনছে যুক্তরাষ্ট্র
- গুমের কয়েক মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহেই : চিফ প্রসিকিউটর
- এক মাস না যেতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
- নরসিংদীতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
- বিশ্বের প্রথম ‘বিটকয়েন জাতি’ এল সালভাদর: নেপথ্যে যে ঘটনা
- উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় সক্ষম যুদ্ধজাহাজ পরিদর্শন কিমের
- ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানে ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার
- ৭৩০ দিনের গণহত্যা: ২ লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল, নিহত ৭৬ হাজারের বেশি
রাজশাহী জেলা ছাত্রলীগের দুই নেতার দাবি অডিও ও ভিডিও ক্লিপ ‘সুপার এডিট’
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

সম্প্রতি এক নারী কর্মীকে ফোন করে অনৈতিক প্রস্তাব দেওয়ার যে অডিও ফাঁস হয়েছিল, সেটি নিজের নয় বলে দাবি করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির সাকিবুল ইসলাম রানা। আর সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি দাবি করছেন, ভাইরাল হওয়ার ভিডিওটিতে যে পানীয় খেতে দেখা গেছে সেটি ফেন্সিডিল নয়, বরং কোমল পানীয় (স্পিড)।
রবিবার দুপুরে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি করেন রানা ও অমি। এ সময় আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবিও করেন তারা।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা জানান, তিনি কখনও শিবির বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাদের নিজ সংগঠনের রাজনৈতিক প্রতিপক্ষই এসব ষড়যন্ত্র করছেন। আর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবের দেওয়া বক্তব্যও অসত্য বলে দাবি করেন তিনি। এছাড়া সম্প্রতি ফাঁস হওয়া অডিও ক্লিপটিও তার নয়। চাকরির নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন রানা।
সংবাদ সম্মেলনে কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সামার ব্যক্তিগত চেম্বারে থাকার কথা স্বীকার করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। তিনি বলেন, সেখানে থাকা অবস্থায় আমি ফেন্সিডিল না, কোমল পানীয় স্পিড পান করেছিলাম। এ সময় ফেন্সিডিল সেবনের ভিডিওটি সুপার এডিটিং করা বলেও দাবি করেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের যে অভিযোগ উঠেছে, সেটি অস্বীকার করেন অমি। তিনি দাবি করেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় শুধুমাত্র শাসন করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়। আর ছাত্রবাসে নিজের রুমে এসি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন অমি। তিনি বলেন, দলের ভিতর থেকেই পরিকল্পিতভাবে তাকে ও তার সভাপতি রানাকে জামায়াত-বিএনপি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে সবার সামনে বিতর্কিত করার চেষ্টা করছে।
তারা জানিয়েছেন, আনিত অভিযোগগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা নিরপেক্ষভাবে পুরো বিষয়টি তদন্ত করলেই সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনের পর অভিযোগ ও সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি ফোন কলের কিছু অংশ (৪ মিনিট ২৯ সেকেন্ডের ক্লিপ) ভাইরাল হয়। এতে শোনা যায়, তিনি এক নারী নেত্রীকে ‘মেয়ে দেওয়ার’ কথা বলছেন। আপত্তিকর প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজেকে সব চিটারের দলের সর্দার বলে দাবি করেন রানা। একই সঙ্গে অনেক চিটারি বাটপারি করে সভাপতির পদ বাগিয়ে বলেও উল্লেখ করেন তিনি।
আরেক ভিডিওতে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে এক নেতার চেম্বারে বসে ফেন্সিডিল সেবন করতে দেখা যায়। এ দুটি ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর