ফরিদপুরের আলোচিত একটি হত্যা মামলায় আক্কাস শিকদার (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আক্কাস শিকদার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ছেলে বলে জানা যায়।
পুলিশ কর্মকর্তা আওলাদ হোসেন জানান, শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাসকে গ্রেফতার করা হয়েছে। আক্কাস ফরিদপুরের কোতয়ালী থানায় আলোচিত একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আক্কাসকে রবিবার দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ