মানিকগঞ্জে ভুয়া পরিচয়ের মাধ্যমে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারীসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেতর থেকে রবিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা হুমায়রা বেগম (১৬) ও কক্সবাজারের চবকিয়া রোহিঙ্গা আবু তাহের।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর চান্দহর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চান্দহর এলাকার মো. খলিলুর রহমান ও মাতা রাশিদা খাতুনের মেয়ে তাসমিন বেগম পরিচয়ে পাসপোর্টের জন্য আবেদন করে রোহিঙ্গা নারী হুমায়রা বেগম। এরপর রবিবার সকালে মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে আসেন হুমায়রা বেগম ও তার ভাতিজা আবু তাহের। এরপর পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় এবং হুমায়রার ফিংগার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা হিসেবে শনাক্ত হয়। পরে পুলিশকে খবর দিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন