ব্রাহ্মণবাড়িয়ায় ১৯২ বোতল ফেন্সিডিলসহ রাসেল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া চান্দিয়ারা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
রবিবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সদর উপজেলার চান্দিয়ারা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল