টাঙ্গাইলে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার আমলা ভরাট গ্রামের সতন্ত্র কুমার মোদক (৭০) ও তার স্ত্রী সোনাতি মোদক (৬৫)।
পুলিশ জানায়, সতন্ত্র কুমার মোদক তার স্ত্রীকে নিয়ে বগুড়া থেকে বাসে করে টাঙ্গাইলে তাদের বাড়িতে যাওয়ার জন্য আশেকপুরে বাইপাস নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আহসান হাবিব সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এমআই