রাজধানীর পল্লবী ও বনানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার বিরুদ্ধে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল কমির পিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের স্লোগানে বিএনপির দলীয় কার্যালয় স্লোগানে মুখোরিত হয়ে উঠে।
বিডি প্রতিদিন/এএ