সম্প্রতি রাঙামাটিতে সিএনজি চালকদের টার্গেই করে সক্রিয় হয়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো। চাঁদার দাবিতে করা হচ্ছে সিএনজি চালকদের নির্যাতন। ভেঙে, পুড়িয়ে দেওয়া হচ্ছে গাড়ি। গত শুক্রবার রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগর বাগান এলাকায় চাঁদা না পেয়ে মো. কামাল হোসেনের সিএনজিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এরপর গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটি শহরের আসামবস্তী রাঙাপানি এলাকায় আরেক সিএনজি চালক মো. আবুল হোসেনকে মারধর করে একই গাড়িও ভাঙচুর করে সশস্ত্র সন্ত্রাসীরা।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। রবিবার সকাল ৬টা থেকে অর্ধদিবস পর্যন্ত বিক্ষুদ্ধভাবে পালন করে ধর্মঘট। সড়কে সড়কে ব্যারিকেট দিয়ে পোড়ানো হয় টায়ার। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
সমাবেশে বক্তরা, রাঙামাটি থেকে চাঁদাবাজ সংগঠনগুলো নিমূল ও গাড়ির ক্ষয়ক্ষতি পূর্ণের দাবি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রাঙামাটি জেলা ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি ক্ষতিগ্রস্ত চালকদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি পূর্ণের আশ্বাস দেন।
অন্যদিকে এ ঘটনায় রাঙামাটি শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সভার আয়োজন করে জেলা প্রশানক মো. মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরী, জেলা পুলিশ সুপার মো. মীর মোদদাছছের হোসেন. রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চোধূরী, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, সন্ত্রাস কোন জাতি গোষ্ঠীর না। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে যার যার অবস্থানে সচেতন হতে হবে। প্রশাসনকেও এ বিষয়ে আরো কঠোর অবস্থানে যেতে হবে। অভিযানের মাধ্যমে সন্ত্রাস নিমূল করা সম্ভব।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. মীর মোদদাছছের হোসেন বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ এমনিতেই কঠোর অবস্থানে আছে। রাঙামাটিতে পাহাড়ি-বাঙালীর সম্প্রীতি বিনষ্টকারীদের কখনো ছাড় দেওয়া হবে না। যারা চাঁদাবাজী করছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সভার পর আনুষ্ঠানিকভাবে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন সংগঠনটির নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল