নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মো. শাহজাহান সাজু (৩০) এক সিএনজিচালক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার দুপুরে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের ২৪০ ডাউন আউটার এলাকা থেকে তার দ্বিখন্ডিত হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান সাজু রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার ফরাজীর ছেলে।
রেলওয়ে ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে পেট বরাবর দ্বিখন্ডিত হয়ে যায় ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যাওয়া একটি মরদেহ দেখতে পায়। পরে তারা মেথিকান্দা রেলস্টেশনে খবর দেয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাষ্টার মো হেলাল হোসেন ভূইয়া বলেন, মেথিকান্দা রেলস্টেশনের ২৪০ ডাউন আউটারে ট্রেনে কাটা পরে লাশ পরে থাকার খবর দেন রেলওয়ের ওএম জাকির। ধারনা করা হচ্ছে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী চট্টগ্রাম মেইল অথবা তুর্ণা নিশিতা ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশনের আউটার এলাকা অতিক্রমের সময় যুবক ওই ট্রেনে কাটা পড়তে পারেন।
নরসিংদীর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ