রাজবাড়ীতে স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) স্যার জেলা পর্যায়ের এই খেলার আয়োজন করেছেন। এই খেলা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও মননে আরো সমৃদ্ধ হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, জেলা ক্রীড়া অফিসার মো. সুলতান রাজা, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাপ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সাইদুর রহমান, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল