পঞ্চগড়ে পুলিশের পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার সময় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লাল চান (৩২) নামে এক যুবককে আটক করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় ৮টি মামলা রয়েছে।
আজ রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়ার উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক লাল চান দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর সরকার পাড়া এলাকার মো. ওমরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাল চানসহ একটি প্রতারক চক্র জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পরিচয় দিয়ে পুলিশ সদস্য পদে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ দুপুরে লাল চানসহ তিন প্রতারক পুলিশ পরিচয় দিয়ে হাকিমপুর এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর প্রস্তুতি নেয়।
এ সময় কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটকের চেষ্টা করেন। পরে তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন লালচানকে আটক করেন। তার সাথে থাকা অপর দুই প্রতারক কৌশলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল চানকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতারণা করার দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, প্রতারক লাল চানকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর