ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণকারী স্কুল শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড্ডা গ্রামবাসীর উদ্যোগে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষক মহিত মিয়ার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশেরও দাবি জানান।
বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী কাজী ইকবাল হোসেন, আমান উল্লাহ, নয়ন দাস গুপ্ত প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় ভুক্তভোগী ওই ছাত্রী। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। বিকাল সাড়ে ৩টায় সবাইকে ছুটি দিয়ে রুম ঝাড়ু দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে সুকৌশলে আটকে রেখে ধর্ষণ করে ওই শিক্ষক। ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে এসে ঘটনাটি তার নানীর কাছে খুলে বলে। তার মা ও বাবা দু’জনই প্রবাসে থাকেন। পরে তার নানী তার মামার কাছে ঘটনাটি বলেন।
এরপর সন্ধ্যায় ওই ছাত্রীর শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে তার মামা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করান। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর মামা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে সরাইল থানা মামলা দায়ের করেন।
সরাইল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বলেন, ওই শিক্ষক পলাতক আছেন। তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর