বাদ্যের তালে তালে নাচছেন সাপুড়ে। সাপুড়ের সাথে তাল দিয়ে নাচছে সাপ। একটি-দুটি নয়, কখনও চার-পাঁচটি; আবার কখনও এক সাথে সাত-আটটি সাপ ছেড়ে দেয়া হচ্ছে চৌকির ওপর। রবিবার এ দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটে। সাপের এ নাচকে স্থানীয়ভাবে বলা হয় ঝাঁপান খেলা। মুন্সিগঞ্জ পশুহাটে ঝাঁপান খেলা দেখতে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ।
স্থানীয়রা জানান, মনসা পূজা উপলক্ষে ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করা হয়। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয় রবিবার বিকালে। উপজেলার খুদিয়াখালী আবাসন এলাকার শ্রী সিবাস দাস এ প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার ও রানারআপ দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যম কর্মী অনিক সাইফুল বলেন, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী আবাসনের শ্রী সিবাস মনসা পূজা উপলক্ষে প্রতি বছর ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। শনিবার সন্ধ্যার পর ঝাঁপান প্রতিযোগিতা শুরু হয়। এতে কয়েকটি সাপুড়ে দল অংশ নেয়। অসংখ্য বিষধর সাপ নিয়ে সাপুড়েরা তাদের সাপের খেলা দেখান।
রবিবার বেলা ৪টায় প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলায় একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের খলিলুর রহমানের সাপুড়ে দল চ্যাম্পিয়ন ও আবু তাহেরের দল রানারআপ হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর