বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সরকার ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা জনগণের রাজনীতি করি। আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং সরকারের পতন ঘটাবো।
রবিবার বিকেলে রাজধানীর পল্লবী ও বনানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে নরসিংদীতে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল