দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং সদস্য পদে ৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপীর অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়। রবিবার দাখিলকৃত প্রাথীদর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি তিন বৈধ প্রার্থী হলেন, অন্য দুই প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী এবং জেলা জাতীয় পার্টির সভাপতি দেলায়ার হোসেন।
দিনাজপুরের জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক জানান, দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়াও ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৮ জন ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে ৯ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত নারী সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ